সত্যকিঙ্কর দে একাডেমিতে স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রার্থীদের জন্য একদিনের ক্যারিয়ার কাউন্সেলিং কর্মশালা: বিশেষজ্ঞদের সরাসরি প্রশিক্ষণে উজ্জীবিত প্রার্থীরা
আমোদপুর, বীরভূম: বর্তমান সময়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা ক্রমশ প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। এই বাস্তবতার প্রেক্ষিতে শিক্ষক–প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান সত্যকিঙ্কর দে একাডেমি (বি এড ও ডি এল এড) শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়েরএর উদ্যোগে প্লেসমেন্ট সেল, আই.কিউ.এ.সি এর যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মসূচি— “One Day Workshop on Career Counseling (Viva & Class Demonstration) for the SLST and Primary Teachers Recruitment Aspirants”।

শিক্ষক হবার স্বপ্ন দেখা বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন। তাঁদের লক্ষ্য—শুধু লিখিত পরীক্ষায় সফলতা নয়, বরং একজন যোগ্য, আত্মবিশ্বাসী এবং আধুনিক চাহিদা–সম্পন্ন শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলা। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠান পায় বিশেষ মাত্রা
কর্মশালার সূচনাতেই অনুষ্ঠানস্থল প্রস্ফুটিত হয়ে ওঠে বিশিষ্ট অতিথিদের আগমনে। প্রশাসন, শিক্ষা ও শিক্ষক–প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রের সম্মানীয় ব্যক্তিত্বরা এই কর্মশালায় যোগ দিয়ে প্রার্থীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এই কর্মশালায় উপস্থিত ছিলেন— ড. প্রলয় নায়েক, চেয়ারম্যান, বীরভূম প্রাথমিক শিক্ষা পরিষদ, শচিদানন্দ ব্যানার্জি, সিনিয়র ডেপুটি সেক্রেটারি, ড. গৌতম সেন, অধ্যক্ষ, অভেদানন্দ মহাবিদ্যালয়, সাঁইথিয়া, ড. কল্যাণী সাহু, অধ্যক্ষ, নন্দলাল ঘোষ বিটি কলেজ, দক্ষিণ ২৪ পরগনা, ড. কল্পতরু মণ্ডল, সহকারী অধ্যাপক, নিখিল বঙ্গ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়, বাঁকুড়া, ড. তপন দত্ত, লাভপুর শম্ভুনাথ কলেজ, অরুণ রায়, সহকারী শিক্ষক (ইংরেজি), কিরণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়, অতনু বর্মন, প্রাক্তন শিক্ষক, সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়, মৃণালকান্তি ভট্টাচার্য, প্রধান শিক্ষক, রাজারামপুর উচ্চ বিদ্যালয়, শান্তনু মুখোপাধ্যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কামোদপুর জুনিয়র হাই স্কুল আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট অতিথিবৃন্দ শিক্ষকতার নৈতিকতা, পেশাগত সততা, শিশু–মনোবিজ্ঞান, যোগ্য শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলার কৌশল, এবং স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারি পরীক্ষার ধরণ ও সম্মুখ সাক্ষাৎকার সম্পর্কে গভীর বিশ্লেষণমূলক আলোচনা করেন। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তাঁরা জানান—
“শিক্ষকতার আসল পরিচয় পরীক্ষার ফল নয়, বরং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা, মানবিকতা, এবং শিক্ষাদানের কৌশল।”দিনভর কর্মশালা জুড়ে প্রার্থীরা অংশ নেন নানা ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম। এই কর্মশালায় প্রায় ২০০ জন হবু শিক্ষক যোগদান করেন।

বীরভূমের সত্যকিঙ্কর দে একাডেমি শিক্ষার্থীদের ছাড়াও নানা শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় থেকে আগত ৪০ জন স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হবার জন্য যে সম্মুখ সাক্ষাৎকার দিতে হয় সেই মক সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন।বিশেষজ্ঞরা প্রতিটি সেশনেই প্রার্থীদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে উন্নতির ক্ষেত্র চিহ্নিত করেন। বিশেষজ্ঞরা বলেন:
“পরীক্ষা শুধু জ্ঞান যাচাই করে না, শিক্ষক হিসেবে আপনার পরিপক্বতা ও উপস্থাপনার দক্ষতাই প্রকৃত পরিচয়।” এই কর্মশালায় প্রার্থীদের অভিজ্ঞতা: নতুন উদ্দীপনায় মুখর পরিবেশছিল চোখে পড়ার মতো। কর্মশালায় অংশগ্রহণকারী প্রার্থীরা জানান, এই সুযোগ তাঁদের প্রস্তুতিকে বাস্তবসম্মত করেছে। সম্মুখ সাক্ষাৎকার পর্বের চাপ কাটিয়ে উঠতে, ক্লাস ডেমোতে আত্মবিশ্বাস বাড়াতে এবং শ্রেণিকক্ষ পরিচালনা বুঝতে এই কর্মশালা বিশেষ ভূমিকা রেখেছে। ডক্টর প্রলয় নায়েক জানান
“এটি যেন শিক্ষকতার মাঠে নামার পূর্ব মুহূর্তের ট্রায়াল ম্যাচ।”
সত্যকিঙ্কর দে একাডেমির বি এড ও ডি এল এড কলেজের কর্ণধার সরোজিত কুমার দে ও জানান
“আমাদের উদ্দেশ্য কেবল শিক্ষক তৈরির ডিগ্রি প্রদান নয়, বরং সমাজ ও বিদ্যালয়ের জন্য প্রকৃত অর্থে যোগ্য, দায়িত্ববান ও মানবিক শিক্ষক তৈরি করা। মহাবিদ্যালয় ট্রেজারার ও কর্তৃপক্ষের অন্যতম প্রিয়াঞ্জনা দে জানান এই কর্মশালা ছাত্র-ছাত্রীদের মনে ব্যাপক প্রভাব ফেলেছে। তাই ছাত্র-ছাত্রীদের কথা ভেবে ভবিষ্যতেও এই নিয়মিত মক ইন্টারভিউ, ডেমো ক্লাস ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে।” মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড. সুদীপ কুমার চৌধুরী জানান বিশিষ্ট অতিথিরা আগমনে এই কর্মশালা অনন্য রূপ পেয়েছে। ছাত্র-ছাত্রীদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা তিনি করেন। কলেজের বিভাগীয় প্রধান ড. সুদীপ মুখার্জী জানান এই ধরনের কর্মসূচি এই মহাবিদ্যালয় পাঠ্যক্রমের মতো চলতেই থাকবে। ফ্রি টেট কোচিং থেকেও অনেক শিক্ষার্থী টেট পরীক্ষায় পাস করেছে। এই সাফল্য থেকেই এই কর্মশালার আয়োজন। IQAC Coordinator শ্যামল ডোম জানান সিলেবাসের বাইরে গিয়েও এই ধরনের কর্মসূচি আমাদের কলেজকে অনেকটা ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রাক্তন ছাত্র অ্যালুমিনি এসোসিয়েশন এর সম্পাদক কৌশিক রায় জানান আমরা অভিভূত কলেজ প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের কথা ভেবে এই ধরনের কর্মশালা ও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতি ছাত্র-ছাত্রীদের মনে ব্যাপক প্রভাব ফেলেছে। আমাদের কলেজ অন্য কলেজের থেকে একটু আলাদা। আমরা একটু অন্যরকম ভাবে ভাবি। চাকরি পরীক্ষা দৌড়ে এই ধরনের সম্মুখ সাক্ষাৎকারের ব্যবস্থা কলেজ গ্রহণ করায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান বেশ কয়েকজন প্রাক্তন ছাত্রছাত্রী IQAC ও প্লেসমেন্ট সেলের সমন্বয়ে এই কর্মশালা পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটি প্রশংসা কুড়িয়েছে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারী সকলের কাছ থেকে। কর্মশালা সমাজকে প্রত্যেক ছাত্র-ছাত্রী কে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।
Learning beyond formal education. Good initiative by Satyakinkar Dey Academy.